
শনিবার ২৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্স কি প্লে অফে যেতে পারবে? এই প্রশ্নের উত্তর নেই কারোর কাছেই। তবে এখনও একটা ক্ষীণ সম্ভবনা রয়েছে। শেষ দুই ম্যাচে হারতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। একইসঙ্গে বাকি তিন ম্যাচের মধ্যে একটির বেশি জিততে পারবে না দিল্লি ক্যাপিটালস। সুতরাং, শেষ দুটো ম্যাচ জিতলেও নাইটদের তাকিয়ে থাকতে হবে বাকিদের রেজাল্টের দিকে। একাধিক অঙ্কের ওপর নির্ভর করছে প্লে অফের ছাড়পত্র। তবে আশা ছাড়তে চান না অজিঙ্ক রাহানে। কেকেআরের অধিনায়ক জানান, তাঁদের ইতিবাচক মনোভাব নিয়েই এগোতে হবে। রাহানে বলেন, 'আমরা ১৫ পয়েন্ট পেলে কোয়ালিফাই করতে পারি। দুটো ম্যাচ এখনও বাকি আছে। দল হিসেবে আমাদের ইতিবাচক মনোভাব রাখতে হবে। দল হিসেবে আমরা খারাপ খেলছি না। রাসেল এবং অন্যান্যরা অবদান রাখছে। আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।'
একটা ওভার যে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে, সেটা মেনে নিলেন নাইট অধিনায়ক। তবে তাঁদের বোলিং যে প্রত্যাশা মতো হয়নি, তা মানতে নারাজ। বরং দাবি, ডেওয়াল্ড ব্রেভিস এবং শিবম দুবে পরিস্থিতির সুযোগ নিয়েছে, এবং পার্থক্য গড়ে দিয়েছে। রাহানে বলেন, 'একটা ওভার ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে। দুবে এবং ব্রেভিস সুযোগ নিয়েছে। আমরা শুরুতে পাঁচ উইকেট তুলে নিয়েছিলাম। জানতাম মাঝে দুটো উইকেট নিতে পারলে আমরা কামব্যাক করতে পারব। কিন্তু ৬ বলে ৮ রান দরকার ছিল। এই পরিস্থিতিতে ধোনি স্ট্রাইকে থাকা মানে চেন্নাইয়ের জয়ের সম্ভাবনা থাকে। জানতাম ও ছয় মারতে পারে। আমাদের ১৫ রান কম ছিল। এই উইকেটে ১৯০ রান করা উচিত ছিল।' শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরের ম্যাচ কেকেআরের। টিকে থাকতে জিততেই হবে।